এক্সপ্লোর
Deucha Pachami:লোকসভা ভোটের আগেই খনন শুরু দেউচা পাচামিতে।ABP Ananda LIVE
লোকসভা ভোটের আগেই দেউচা পাচামিতে শুরু হতে চলেছে খননের কাজ। কয়লার ঠিক উপরের স্তরে থাকা ব্যাসল্ট তোলার কাজ শুরু করতে চায় রাজ্য। প্রাথমিকভাবে শীঘ্রই ব্যাসল্ট পাথর তোলার কাজ শুরু করতে চায় রাজ্য। দেউচা পাচামিতে প্রায় ১৪২ মেট্রিক টন ব্যাসল্ট পাথর আছে, খবর প্রশাসন সূত্রে। খোলা বাজারে এই ব্যাসল্ট পাথরের দাম প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা, আরও জানা যাচ্ছে। শীঘ্রই ব্যাসল্ট পাথর তোলার জন্য টেন্ডারের প্রক্রিয়া শুরু হবে, শোনা গিয়েছে এই কথাও।
আরও দেখুন






















