Birbhum: লোকসভার ফলে বিজেপি এগিয়ে, তাই নলকূপ খারাপ হয়ে গেলেও না সারানোর অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লোকসভার ফলে বিজেপি এগিয়ে, তাই নলকূপ খারাপ হয়ে গেলেও না সারানোর অভিযোগ । এমনই অভিযোগ উঠল বীরভূমের নানুরে । বাসিন্দাদের অভিযোগ, গ্রামে ১৪টির মধ্যে ১২টি নলকূপ খারাপ হয়ে পড়ে আছে । গ্রামবাসীদের শাস্তি দিতে নলকূপ সারাচ্ছেন না পঞ্চায়েতের তৃণমূল প্রধান অভিযোগ বিজেপির । জলস্তর নেমে যাওয়ায় সমস্যা দাবি তৃণমূলের । দ্রুত নলকূপ মেরামতির আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন
লোকসভার ফলে বিজেপি এগিয়ে, তাই নলকূপ খারাপ হয়ে গেলেও না সারানোর অভিযোগ। এমনই অভিযোগ উঠল বীরভূমের নানুরে। বাসিন্দাদের অভিযোগ, গ্রামে ১৪টির মধ্যে ১২টি নলকূপ খারাপ হয়ে পড়ে আছে। গ্রামবাসীদের শাস্তি দিতে নলকূপ সারাচ্ছেন না পঞ্চায়েতের তৃণমূল প্রধান অভিযোগ বিজেপির। জলস্তর নেমে যাওয়ায় সমস্যা দাবি তৃণমূলের। দ্রুত নলকূপ মেরামতির আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।
শহিদ দিবসের প্রস্তুতি ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর দুই মিছিল। জোড়া মিছিল থেকে একে অপরের বিরুদ্ধে উঠল দূর হঠো স্লোগান। বাঁকুড়ায় ওন্দায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। একই ইস্যুতে জোড়া মিছিল হলেও তাকে কোন্দল বলে মানতে চাননি প্রাক্তন তৃণমূল বিধায়ক। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।