Anubrata Mondal: 'কেউ হানাহানি করবেন না', দলীয় কর্মীদের বার্তা অনুব্রতর। আদৌ কমছে দলীয় কোন্দল?
ABP Ananda Live: তিহাড় জেল থেকে ফেরার পর প্রথম সভায় সবাইকে একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও সেদিন তাঁর কর্মসূচিতে দেখা যায়নি বীরভূমের সভাধিপতি তৃণমূল নেতা কাজল শেখকে। আর আজ কাজল শেখের বিজয়ার কর্মসূচিতে দেখা গেল না অনুব্রত মণ্ডলকে। এমনকী কর্মসূচির কোনও ব্যানারে ছিল না অনুব্রতর ছবিও। যা দেখে বিরোধীদের কটাক্ষ বীরভূমে তৃণমূলের অন্দরে কি তাহলে অল ইজ নট ওয়েল!
দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা। সন্ধেয় অনশন তুলে আলোচনায় বসার শর্ত বেঁধে জুনিয়র ডাক্তারদের ডাক সরকারের।সোমবার বৈঠকের জন্য সময়ও নির্দিষ্ট করে ইমেল। জুনিয়র ডাক্তারদের ডেডলাইনের মধ্যেই হাজির মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব। ফোনে কথা মুখ্যমন্ত্রীর। অনশন তোলার অনুরোধ, সোমবার নবান্নে বৈঠকের ডাক। ১০ দফা দাবিতে এখনও অনড় অনশনকারী জুনিয়র চিকিৎসকরা। সোমবার যাচ্ছেন নবান্নের বৈঠকে। স্বাস্থ্যসচিবকে সরানোর দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। সরাসরি খারিজ করে অনশন তোলার আবেদন মুখ্যমন্ত্রীর। হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হওয়ার মুখ্যমন্ত্রীর দাবি মানতে নারাজ জুনিয়র ডাক্তাররা। অনশনমঞ্চে চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় কথা মুখ্যমন্ত্রীর। ৩-৪ মাসে মেডিক্যাল কলেজে ছাত্র ভোটের আশ্বাস। সপাতালের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। সিভিক ভলান্টিয়ারে আপত্তি। সরানোর কাজ চলছে, মামলার জন্য পুলিশে নিয়োগ আটকে, দাবি মুখ্যমন্ত্রীর।
![South 24 Parganas News: বজবজে ট্রাফিকে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে ধারালো অস্ত্র দিয়ে হামলা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/776648a6293758109b13f83fb6c5e45e1739888747598968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)