Chak Bhanga 6ta:কোচবিহারের বিক্ষোভের মুখে BJPর প্রতিনিধিদল,TMC-র উস্কানিতে বিক্ষোভ দাবি BJP বিধায়কের
ABP Ananda LIVE: কোচবিহারের বিক্ষোভের মুখে BJP-র প্রতিনিধিদল। বিজেপি বিধায়কদের ঘিরে উত্তেজনা গ্রামবাসীদের। দিনহাটায় তুমুল উত্তেজনা। গাড়ি ভাঙচুর। তৃণমূলের উস্কানিতে বিক্ষোভ দাবি বিজেপি বিধায়কের।
নবান্ন অভিযান সংক্রান্ত মামলার পর্যবেক্ষণে কী জানাল কলকাতা হাইকোর্ট?
'প্রতিবাদের উপযুক্ত বিকল্প জায়গা আয়োজকদের জানাবে রাজ্য', নবান্ন সংক্রান্ত মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের। ভুয়ো আধার চক্রে ম্য়ানেজমেন্ট পড়ুয়া ! রাজ্য় পুলিশের STF-র তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে ভুয়ো আধার কার্ড চক্রের তদন্তে নেমে এবার এক ম্য়ানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করল রাজ্য় পুলিশের STF। পুলিশ সূত্রে দাবি, বুধবার রাতে উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। পোস্ট অফিসের কর্মীর পর এবার ম্য়ানেজমেন্ট পড়ুয়া। ভুয়ো আধার কার্ড তৈরি চক্রে ফের একজনকে গ্রেফতার করল রাজ্য় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের নাম গিরিধারী রায়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। এর আগে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে উত্তর দিনাজপুরেরই কানকি সাব পোস্ট অফিসের অস্থায়ী এক কর্মীকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। ধৃতের নাম বিধান মুর্মু। ডাকঘরের গ্রামীণ ডাক সেবক পদে কর্মরত ছিলেন তিনি।



















