BJP Durga Puja: দুর্গোৎসবে ফিরছে বিজেপি। রবিবার EZCC-তে দুর্গাপুজোর খুঁটিপুজো করলেন শমীক ভট্টাচার্য
ABP Ananda LIVE : ‘বাঙালিয়ানা’ চাপে 'জয় শ্রীরাম' থেকে সরে কি পশ্চিমবঙ্গে ‘বাঙালি হিন্দুত্বে’ জোর দিতে চলেছে বিজেপি? এই জল্পনার মধ্যে ফের দুর্গোৎসবে ফিরছে বিজেপি। রবিবার EZCC-তে দুর্গাপুজোর খুঁটিপুজো করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতা-নেত্রীরা। ২ বছর বিরতির পর ফের গেরুয়া শিবিরের শারদোৎসবে ফেরা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
Delhi News: নয়ডায় ভুয়ো থানা খুলে 'প্রতারণা', গ্রেফতার বীরভূমের প্রাক্তন TMC নেতা বিভাস অধিকারী ! ধৃত মোট ৬
সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে স্বীকৃতিহীন দেশের ভুয়ো দূতাবাসের খোঁজ মেলে। স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে ভুয়ো দূতাবাস খুলে দিনের পর দিন চলছিল প্রতারণা। দিল্লির নাকের ডগায় ওয়েস্টার্কটিকা নামে স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে রমরমিয়ে চলছিল জালিয়াতি। এবার নয়ডায় আস্ত ভুয়ো থানার হদিশ। গ্রেফতার করা হল বীরভূমের প্রাক্তন TMC নেতা বিভাস অধিকারী-সহ ৬ জনকে !


















