BJP News: জলপাইগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা, কী বললেন বিজেপি বিধায়ক? ABP Ananda Live
Jalpaiguri News: জলপাইগুড়ির জমিকাণ্ডে তৃণমূল নেতার পর এবার বিজেপি নেতা গ্রেফতার। গজলডোবার সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা উত্তম রায়। রাজগঞ্জের বিএলআরও-র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বাম আমলেই পাট্টা পেয়েছেন, বিজেপি করায় ফাঁসানো হচ্ছে, দাবি উত্তমের। এর আগে জমি জবরদখলের অভিযোগে গ্রেফতার হন তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক। গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের বোর্ড সদস্য গৌতম গোস্বামীকেও। একটি প্রাইভেট ক্লাবকে ক্রিকেট প্র্যাকটিসের জন্য অত্যন্ত অল্প টাকায় ৯৮ কাঠা জমি ভাড়া দিয়েছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলেই সম্প্রতি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে সবুজ মঞ্চ নামে একটি সংস্থা। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। বার্ষিক মাত্র ৮ হাজার ৩০০ টাকা ভাড়ায় এতবড় জমি কীভাবে দেওয়া হল?দুঃস্থ বাচ্চাদের ক্রিকেট প্রশিক্ষণের জন্য জমি দেওয়া হয়েছে বলে আদালতে জানান অ্যাডভোকেট জেনারেল। ২৫ জুলাই পর্যন্ত ওই এলাকায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে আদালত।
![WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/499dbf5d328e53d92a1c6d955616d83c1739898543787535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)