SSC Case: মুখ্যমন্ত্রী নানা রকমের খেলা খেলছেন,ভাঁওতাবাজি দিচ্ছেন,এইটা আর মেনে নেওয়া যাবে না: অভিজিৎ
ABP Ananda Live: SSC-র ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে আজও তোলপাড় রাজ্য়। চাকরি ফিরে পেতে আজ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কয়েকজন চাকরিহারা পৌঁছে গেলেন প্রাক্তন বিচারপতি ও বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বাড়িতে। চাকরিহারাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি তাঁদের নিয়ে যোগ্য়-অযোগ্য় বাছাইয়ের দাবিতে সটান পৌঁছে গেলেন SSC দফতরে। অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এদিন বলেন, 'মুখ্যমন্ত্রী নানা রকমের খেলা খেলছেন। ভাঁওতাবাজি দিচ্ছেন। এইটা আর মেনে নেওয়া যাবে না'। এদিন SSC-র দফতর থেকে বেরিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় দাবি করেন, শিক্ষাসচিব উপস্থিত থাকলেও দেখা করেননি। বুধবার ফের SSC-র দফতরে আসবেন বলে ঘোষণা করেন তিনি। বিজেেপি সাংসদের এই তৎপরতা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু বলেন, 'কোনও একটা সাক্ষাৎকারে দেখেছিলাম, উনি(অভিজিৎ গঙ্গোপাধ্যায়) একসময়ে চেষ্টা করেছিলেন বা ভালোবাসেন থিয়েটার, থিয়েটারে অভিনেতা হওয়ার। ওঁর(অভিজিৎ গঙ্গোপাধ্যায়) জানা উচিত, একজন প্রকৃত অভিনেতার বোঝা উচিত যে কোনটা কার পার্ট।' এদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্যপদ নিয়ে স্বস্তি পেল রাজ্য সরকার।


















