Dilip Ghosh: 'মেয়েদের কীভাবে সম্মান দিতে হয় বিজেপি সেটা জানে', দিলীপের এবার 'পুতনা' দাওয়াই
ABP Ananda LIVE: দিলীপের এবার 'পুতনা' দাওয়াই । সেইদিন আমি খড়গপুরে কিছু পুতনাকে তাড়া করেছিলাম' । 'গাড়ি চাপা দেব শুনে কয়েকজনের খুব কষ্ট হয়েছিল' । মেয়েদের কীভাবে সম্মান দিতে হয় বিজেপি সেটা জানে' । মায়ের আসনে সীতা-দ্রৌপদীকে বসাবো, কিন্তু কোনও পুতনাকে নয়' । 'তাদের ওপর দিয়ে গাড়িই চালাবো, চিনুন কে মা, কে পুতনা, মন্তব্য দিলীপ ঘোষের।
তৃণমূল প্রধানের বাড়ির সিঁড়িতে মিষ্টির বাক্সের মধ্যে রাখা ছিল বোমা
তৃণমূল প্রধানের বাড়ির সিঁড়িতে মিষ্টির বাক্সের মধ্যে রাখা ছিল বোমা। তাই নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়ায় উত্তর ২৪ পরগনার দেগঙ্গার দক্ষিণ চৌরাশি গ্রামে। দেগঙ্গা থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। বাড়ির সিঁড়িতে বোমা রাখার পিছনে বিরোধীদের হাত রয়েছে বলে করছেন না তৃণমূল প্রধান। প্রশ্ন উঠছে, তাহলে কে বোমা রাখল? উদ্দেশ্যই বা কী? তা নিয়ে ধোঁয়াশা।



















