BJP News: নিশিকান্ত দুবে, গৌরীশঙ্কর ঘোষের প্রস্তাব সমর্থন করলেন বহরমপুরের বিজেপি বিধায়ক
ABP Ananda LIVE: রাজ্য নেতৃত্বের বিপরীতে গিয়ে রাজ্য ভাগের পক্ষে সওয়াল আরও এক বিজেপি বিধায়কের (BJP MLA)। নিশিকান্ত দুবে, গৌরীশঙ্কর ঘোষের প্রস্তাব সমর্থন করলেন বহরমপুরের বিজেপি বিধায়ক। মালদা-মুর্শিদাবাদ তো বটেই তার সঙ্গে নদিয়া, দিনাজপুরকে নিয়েও কেন্দ্রীয় সরকারকে ভাবার আর্জি জানালেন সুব্রত মৈত্র।
আদালতের নির্দেশে নিজেদের জমিতে বেআইনি পাঁচিল ভাঙার অপরাধে তৃণমূলের হাতে আক্রান্ত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি পরিবার। বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠল গিরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান কারু শেখের অনুগামীদের বিরুদ্ধে। তাঁর জমিতে অন্য লোক বেআইনিভাবে পাঁচিল তুলেছে। এই অভিযোগে জঙ্গিপুর আদালতের দ্বারস্থ হন রঘুনাথগঞ্জের ওই জমি মালিক। আদালতের নির্দেশে গতকাল পুলিশের সামনেই পাঁচিল ভাঙা হয়। অভিযোগ, পুলিশ ফিরে যেতেই জমি মালিকের বাড়িতে হামলা চালায় তৃণমূল উপপ্রধানের অনুগামীরা। চলে ভাঙচুর, মারধর। আক্রান্ত চারজন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জনরোষের ফল, ঘটনায় তৃণমূল-যোগ অস্বীকার করেছেন উপপ্রধান। মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলা নিয়ে বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ। বিজেপির মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হলেও মাত্র ৫ মিনিট দেওয়ার অভিযোগ মমতার। বক্তব্যের মাঝপথেই মাইক বন্ধ করার অভিযোগ মমতার, খারিজ কেন্দ্রের।