BJP News : নন্দীগ্রামে একই শহিদ মঞ্চে বিজেপির দুবার শ্রদ্ধাজ্ঞাপন। ABP Ananda Live
ABP Ananda Live : নন্দীগ্রামে একই শহিদ মঞ্চে বিজেপির দুবার শ্রদ্ধাজ্ঞাপন। সকালে শুভেন্দু অধিকারীর শহিদ-স্মরণ , দুপুরে শহিদ-স্মরণে বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। দলবল নিয়ে শহিদ মঞ্চে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিজেপির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দেবাশিস দাস।
পুজো মিটতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে ডেঙ্গির প্রকোপ। ফলে বাড়ছে চিন্তা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত সোমবার অর্থাৎ ৪ নভেম্বর পর্যন্ত ২৩২২৭ জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ রিপোর্ট ১৮১৩৩ জনের। বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ ৫০৯৪ জনের। এদিকে ডেঙ্গিতে মৃত্য়ু হয়েছে কালকাতার এক যুবকের। মৃত বিট্টু সিংহ কলাকাতার জোড়াবাগানের বাসিন্দা। ৮ নভেম্বর জ্বর সমেত তাঁকে ভর্তি করা হয় আর জি কর মেডিক্য়ালে। হাসপাতাল সূত্রে খবর, রাত ১২ টায় হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। দেড়টা নাগাদ হাসপাতালের তরফে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। ডেঙ্গির কারণে মৃত্য়ু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে যুবকের ডেথ সার্টিফিকেটে। যদিও পুরসভার দাবি, এখনও পর্যন্ত যুবকের যে মেডিক্য়াল রিপোর্ট তাঁরা হাতে পেয়েছেন, তাতে দেখা যাচ্ছে এই যুবক আগে যে সমস্ত পরীক্ষা করিয়েছেন তাতে ডেঙ্গি নেগেটিভ ছিল।