Suvendu Adhikari: 'এই স্পিকার একটা চোখ বন্ধ রাখে', কটাক্ষ শুভেন্দুর | BJP News| ABP Ananda Live
ABP Ananda Live: 'এই স্পিকার একটা চোখ বন্ধ রাখে। 'বিজেপি করতে গেলে আগে দেশের নাম লিখতে হয়'। 'আমাদের লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়'। 'যাঁরা ভারতে থেকে মিনি পাকিস্তান তৈরি করে, তাঁদের বিরুদ্ধে লড়াই'। 'দেশের প্রধানমন্ত্রী নাম দিলেন অপারেশন সিঁদুর'। 'কেন সেই নাম বদলে দিল, সিঁদুর নামে এত আপত্তি কেন?' 'সেনাবাহিনীকে ধন্যবাদ দেবেন কিন্তু সিদুরে আপত্তি কেন?' 'মুখ্যমন্ত্রী বললেন, সিঁদুর কি সবাই পরে? হ্যাঁ পরেন'। 'আপনাদের বিধায়করা যে সব মন্তব্য করছেন, মেনে নেওয়া যায় না'। 'ফিরহাদ হাকিম, উদয়ন গুহ বলছেন, আগে চায়ের ব্যবসা করত এখন সিঁদুরের ব্যবসা করে'। কেউ বলছেন পাকিস্তানের সঙ্গে সেটিং, বিধানসভায় সরব শুভেন্দু অধিকারীর।
২০১৫ সালে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার হয়েছিল ডোমজুড়ের শ্বেতা!
ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরির টোপ দিয়ে বাড়িতে এনে অত্যাচারের অভিযোগে এখনও অধরা ডোমজুড়ের বাসিন্দা অভিযুক্ত আরিয়ান ও তার মা শ্বেতা খান। ক্রমেই সামনে আসছে শ্বেতার বিভিন্ন কুকীর্তি। পুলিশ সূত্রে খবর, ২০১৫ সালে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার হয় শ্বেতা। তখন তার নাম ছিল মহসিনা বেগম। ভোটার কার্ডেও তার এই নামই নথিভুক্ত রয়েছে। অন্যদিকে আজ সকালে তাঁদের ফ্ল্যাটে যায় ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া ফাঁড়ির পুলিশ।



















