BJP News: তমলুকের গৌরাঙ্গ মন্দির থেকে প্রসাদ বিলির ঘোষণা শুভেন্দুর, 'ধর্ম নিয়ে অসভ্যতা' পাল্টা TMC-র
ABP Ananda LIVE : দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর শুক্রবার প্রথম রথযাত্রা উৎসব। তাই সবকিছু একেবারে নিজে হাতে তদারকি করতে আজই দিঘায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। সৈকত-শহরে এখন সাজো-সাজো রব।। দিঘা যাওয়ার পথে রাস্তায় জনসংযোগও সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, রথে নিজের কর্মসূচি ঘোষণা করে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। রথ থেকে উল্টোরথ, রাজ্য়জুড়ে কর্মসূচি নিয়েছেন শুভেন্দু অধিকারীও। কোথাও তৃণমূল তো কোথাও বিজেপি, রথযাত্রা নিয়ে দু'পক্ষের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। এ নিয়ে একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনি কোনওপক্ষই।দিঘার জগন্নাথ ধামের প্রসাদের পাল্টা পুরীর মহাপ্রসাদ? বাড়িতে বাড়িতে দিঘার জগন্নাথ মন্দিরের গজা, পেঁড়া বিলি সরকারের। পাল্টা পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিলির ঘোষণা শুভেন্দুর। 'পুরী থেকে তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আসছে মহাপ্রসাদ', ৫ দিন ধরে বিলি করা হবে মহাপ্রসাদ, ঘোষণা শুভেন্দুর। স্থানীয় মিষ্টিকে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বলে চালানোর অভিযোগ শুভেন্দুর।


















