এক্সপ্লোর
CAA Rules:কোথাও প্রদীপ-আলপনার যুগলবন্দি, কোথাও আবার কাঁসর-ঘণ্টা! নানা ভাবে 'স্বাগত' CAA-কে।ABP Ananda LIVE
দেশজুড়ে সিএএ কার্যকর হতেই দিকে দিকে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। ব্যতিক্রমী নয় কলকাতাও। বিজেপি যুব মোর্চার তরফে উত্তর কলকাতার আহিরীটোলা ঘাট প্রদীপ দিয়ে সাজানোর ব্যবস্থা করা হয়। সঙ্গে রঙীন আলপনা। এভাবেই সিএএ-কে 'স্বাগত' জানালেন তাঁরা। সঙ্গে স্লোগান, পোস্টার। অন্য দিকে উচ্ছ্বাসে মাতোয়ারা ঠাকুরনগরের একাংশও। কাঁসর-ঘণ্টা বাজিয়ে সিএএ জারির সিদ্ধান্তকে স্বাগত জানালেন ঠাকুরনগরের বাসিন্দারা।
জেলার
তৃণমূল কাউন্সির সুশান্ত ঘোষের উদ্যোগে, রাজডাঙা খেলার মাঠে আয়োজিত 'বাংলার পিঠে পুলি উৎসব'
আরও দেখুন



















