Bongaon News: বিসর্জনের সময় গন্ডগোল, অভিযোগকারীর বাড়িতে স্বামীকে নিয়ে চড়াও কাউন্সিলর
ABP Ananda Live: বিসর্জনের সময় গন্ডগোল, অভিযোগকারীর বাড়িতে স্বামীকে নিয়ে চড়াও কাউন্সিলর! বনগাঁয় দলবল নিয়ে অভিযোগকারীর বাড়িতে তৃণমূল কাউন্সিলর! বিসর্জনের সময় কয়েকজনের সঙ্গে শুভঙ্কর নামে একজনের ঝামেলা পাল্টা স্বামী উত্তমকে নিয়ে শুভঙ্করের বাড়িতে চড়াও তৃণমূল কাউন্সিলর। কাউন্সিলর, কাউন্সিলরের স্বামী-সহ ৪জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। পাল্টা অভিযোগকারীর বিরুদ্ধেই নাবালিকাকে উত্যক্ত করার অভিযোগ দায়ের। সালিশি করে ঝামেলা মেটানোর চেষ্টা করেছিলাম, অভিযোগ উড়িয়ে দাবি কাউন্সিলরের স্বামীর।
সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আর জি কর-কাণ্ডের শুনানি । আজ সুপ্রিম কোর্টে হচ্ছে না আর জি কর মামলার শুনানি । কাল সকাল ১১টায় সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি আজ নয়, কাল সকালে সুপ্রিম কোর্টে শুনানি । রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি, পিছিয়ে গেল শুনানি আজ দুপুর ৩টের সময় শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে । কাল প্রথম মামলা হিসেবে সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের শুনানি । আজই মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট দেওয়ার কথা ছিল CBI-এর । কীভাবে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ? আজই জানানোর কথা ছিল রাজ্যের।
![SSC Case: সুপ্রিম কোর্টে SSC মামলার শুনানি, কী বলছেন চাকরিপ্রার্থীরা? ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/bb230843a5586875424d6537891a455d1739175624883967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)