এক্সপ্লোর
Bonny on Hiran : 'বহুদিন গ্ল্যামার ওয়ার্ল্ডে নেই, তাই ক্যামেরার সামনে আসতে চাইছেন',হিরণকে বনির পাল্টা
তৃণমূলে দুর্নীতি ইস্যুতে অভিনেতা ও বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়ের নিশানায় গতকালই নাম আসে দেব, বনি সেনগুপ্ত ও সায়নী ঘোষের। এবার সেই মন্তব্যের পাল্টা জবাব ছুড়ে দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। কী বললেন তিনি?
হিরণের টলিউডে দুর্নীতির বিস্ফোরক অভিযোগের জবাব দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। তাঁর কথায়, 'বিজেপি ছেড়েছেন বলেই আক্রমণ করা হচ্ছে আমাকে। বহুদিন গ্ল্যামার ওয়ার্ল্ডে নেই, তাই ক্যামেরার সামনে আসতে চাইছেন। নিজেও তো টলিউড ইন্ডাস্ট্রিতেই ছিলেন, তৃণমূলেও ছিলেন, তাহলে তিনিও কি দুর্নীতিগ্রস্ত?' বিজেপি নেতা হিরণকে এভাবেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত।
জেলার
পরীক্ষার ফলপ্রকাশের পর দাগিদের নিয়ে প্রশ্নের মুখে SSC,হাইকোর্টের পর একই নির্দেশ সুপ্রিম কোর্টেও
আরও দেখুন
Advertisement





















