Sukanta Majumdar: '২৪-এ লোকসভায় জিতেছি, ২৬-এর বিধানসভাতে জিতব', বললেন সুকান্ত
ABP Ananda Live: বঙ্গে উপনির্বাচনে ৬ আসনেই সবুজ ঝড়। নৈহাটি, সিতাইয়ে জয়ী তৃণমূল। মাদারিহাটও হারাল বিজেপি। হাড়োয়া, তালডাংরা, মেদিনীপুরে বহু ভোটে এগিয়ে জোড়াফুল। ফের চা বলয়ে ভাল ফল তৃণমূলের। উপ নির্বাচনে ছয়ে ছয় তৃণমূল। বিজেপির কাছ থেকে মাদারিহাট বিধানসভাও ছিনিয়ে নিল তৃণমূল। দুই কেন্দ্রে জয়ের ব্যবধান একলক্ষ ছাড়াল। মাদারিহাটও হাতছাড়া হওয়ার পর সাফাই বিজেপির রাজ্য সভাপতির। তবে কী পরাজয়ের 'তত্ত্ব' সুকান্তর? উপ নির্বাচনের ফলাফল প্রেক্ষিতে এদিন সুকান্ত মজুমদার বলেন, 'উপনির্বাচনে এসব ফল হতেই পারে। তবে ২০২৬-এ বাংলায় ক্ষমতায় আমরাই আসব। উদাহরণস্বরূপ একটা কথা বলি। কালিয়াগঞ্জ উপনির্বাচন যদি দেখেন, ২০১৯-এ লোকসভা জেতার পর, উপনির্বাচনে ওখানে হেরে গিয়েছিলাম। অথচ সেই কালিয়াগঞ্জে ২০২১ এর নির্বাচনে বিপুল ভোটে জিতেছি। ২০২৪-এ লোকসভা নির্বাচনে জিতেছি, ২০২৬- এ বিধানসভা নির্বাচনেও জিতব। উপনির্বাচন আর সাধারণ নির্বাচনের মধ্যে ফারাক রয়েছে।'
![Arms recovery : কার্তুজকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। জালে BBD বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/66b05d82aba11302a785700d41a9e1761739776807207535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Bratya Basu: ২৬-এর বিধানসভা ভোটের আগে WEBCUPA-কে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন ব্রাত্য় বসু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/cd41caea01100deb07fb425405aaa4471739775233238967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Birbhum News: অনুব্রত-কাজল গোষ্ঠীর লড়াই অব্যাহত, বীরভূম নিয়ে চিন্তা বাড়ছে শীর্ষ নেতৃত্বের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/21735fb10d6f11d67571c65e2ab271481739774166907967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Canning News: জীবনতলা কার্তুজকাণ্ডে গ্রেফতার অস্ত্রের দোকানের আরও এক কর্মী। ধৃতের সংখ্যা বেড়ে ৬](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/8459fb7d59170effd0c425a0dd20dc761739773593589967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা, প্রশাসনকে বুড়ো আঙুল TMC বিধায়কের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/47875630069aecfa99ceb1ea14d858de1739772011264967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)