Bardhaman: বর্ধমান মেডিক্যাল কলেজের ১০ সাসপেন্ডেড পড়ুয়াকে ক্লাস করার অনুমতি কলকাতা হাইকোর্টের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বর্ধমান মেডিক্যাল কলেজের ১০ সাসপেন্ডেড পড়ুয়াকে ক্লাস করার অনুমতি । সাসপেন্ডেড ছাত্র-ছাত্রীকে ক্লাস করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । গত ১১ অক্টোবর এই পড়ুয়াদের সাসপেন্ড করেছিল কলেজ কাউন্সিল । এই পড়ুয়াদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল । এই সব পড়ুয়াদের ক্লাস এবং হস্টেলে ঢোকা নিষিদ্ধ করে কলেজ কাউন্সিল । বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, এই সাসপেন্ডেড পড়ুয়ারা ক্লাস করতে পারবেন । তবে এখনই হস্টেলে ঢুকতে পারবেন না এই পড়ুয়ারা
আরও খবর...
আবাস-তালিকা নিয়ে দিকে দিকে ক্ষোভ। বাংলার বাড়ি প্রকল্পে এবার সমীক্ষার কাজ শুরু করল নামখানা থানার পুলিশ। গতকাল নামখানা পঞ্চায়েত এলাকায় তালিকা খতিয়ে দেখলেন নামখানা থানার OC বিভাস সরকার। দেখা গেল, তালিকায় নাম থাকা ২ জনের পাকা বাড়ি রয়েছে। তাদের দাবি, আবেদনের সময় কাঁচা বাড়ি থাকলেও, প্রাকৃতিক দুর্যোগ এড়াতে ধারদেনা করে পাকা বাড়ি তৈরি করেছেন। অন্যদিকে, কাঁচা বাড়ির বাসিন্দাদের অনেকেরই নাম নেই আবাস-তালিকায়। ঘটনার কথা স্বীকার করেছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। কাকদ্বীপের মহকুমা শাসক জানিয়েছেন, এখন ২০২২-এর তালিকা খতিয়ে দেখা হচ্ছে।নতুন আবেদন করারও সুযোগ রয়েছে।