High Court I থানায় DSO নেত্রীকে নির্যাতনের অভিযোগ, পিছোল মামলার শুনানি I DSO I ABP Ananda
ABP Ananda LIVE : থানায় DSO নেত্রীকে নির্যাতনের অভিযোগ, পিছোল মামলার শুনানি। হাইকোর্টে FIR-এর কপি দেখাতে পারল না রাজ্য। 'এই ধরনের অভিযোগের ক্ষেত্রে তদন্তের কোনও প্রয়োজন নেই' সওয়াল অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের
বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের
আমরা এই প্রস্তাবকে সমর্থন করি, বিধানসভায় জানালেন বিরোধী দলনেতা। 'বিজেপি করতে গেলে আগে দেশের নাম লিখতে হয়'। 'আমাদের লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়'। 'যাঁরা ভারতে থেকে মিনি পাকিস্তান তৈরি করে, তাঁদের বিরুদ্ধে লড়াই'। 'দেশের প্রধানমন্ত্রী নাম দিলেন অপারেশন সিঁদুর'। 'কেন সেই নাম বদলে দিল, সিঁদুর নামে এত আপত্তি কেন?' 'সেনাবাহিনীকে ধন্যবাদ দেবেন কিন্তু সিদুরে আপত্তি কেন?' 'মুখ্যমন্ত্রী বললেন, সিঁদুর কি সবাই পরে? হ্যাঁ পরেন'। 'আপনাদের বিধায়করা যে সব মন্তব্য করছেন, মেনে নেওয়া যায় না'। 'ফিরহাদ হাকিম, উদয়ন গুহ বলছেন, আগে চায়ের ব্যবসা করত এখন সিঁদুরের ব্যবসা করে'। কেউ বলছেন পাকিস্তানের সঙ্গে সেটিং, বিধানসভায় সরব শুভেন্দু অধিকারীর।


















