এক্সপ্লোর
Suvendu Adhikari:‘CBI, ED-র গোঁতায় সেই রোয়াব নেই আর....', তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের সম্মুখসমরে তৃণমূল এবং বিজেপি। একই ব্যানারে শাসক ও বিরোধীদলের আলাদা আলাদা স্মরণ সভা। ভোরের আলো ফোটামাত্র শহিদ স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে তৃণমূল। সাত সকালে শহিদদের শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিরোধী আক্রমণ শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। তাঁর উদ্যোগেই শহিদ স্মরণের সূচনা, তৃণমূল পাঁচ জন শহিদের নামও বলতে পারবে না বলে দাবি করলেন তিনি।
জেলার
প্রতি বছরের মতো এবছরও কলকাতার বুকে পালিত হল 'বিজয় দিবস',উপস্থিত ছিলেন রাজ্যপাল
আরও দেখুন


















