এক্সপ্লোর
Sandeshkhali Chaos: শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েই সন্দেশখালিতে CBI । ABP Ananda Live
শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েই সন্দেশখালিতে সিবিআই। বসিরহাট থানায় গিয়ে পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার নথি সংগ্রহ করল সিবিআই। নিজাম প্যালেসে সিবিআই দফতরে এলেন ইডি-র ডেপুটি ডিরেক্টর। ইডি-র উপর হামলাকাণ্ডে অভিযোগকারী ছিলেন এই ডেপুটি ডিরেক্টর। নিজাম প্যালেসে এলেন আহত ইডি আধিকারিক। তদন্তে উঠে আসা তথ্য নিজেদের মধ্যে আদানপ্রদান করছে সিবিআই, ইডি। শেখ শাহজাহানের ফোনের কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে, খবর সূত্রের। হামলার পর কার সঙ্গে কথা বলেছিলেন শেখ শাহজাহান? সেই বিষয়ে বহু গুরুত্বপর্ণ তথ্য সিডিআরে মিলতে পারে বলে ধারণা তদন্তকারীদের। নিজাম প্যালেসে এলেন ৫ জানুয়ারি আক্রান্ত ইডি অফিসাররাও।
জেলার
বাটার ফ্রুট কেক থেকে রিচ পাম কেক, বড়দিনের কেকের পসরা নিয়ে হাজির মিও আমোরে
আরও দেখুন



















