এক্সপ্লোর
Tapas Roy: 'শাহজাহানের নাম নিলেও মুখ্যমন্ত্রী আমার নাম একবার বললেনও না', দলত্যাগের আগে ক্ষোভ প্রকাশ তাপসের
লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে তৃণমূল বিধায়ক (TMC MLA) পদ ছাড়ছেন তাপস রায় (Tapas Roy)। তৃণমূল কংগ্রেসও ছাড়ছেন তাপস রায়। ইডি অভিযানের পর দলের তরফে কেউ ফোন করেননি। শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে এমন কথাও মুখ্যমন্ত্রী বলেছেন, আমায় কিছু বলেননি, আমি ভারাক্রান্ত, সাংবাদিক বৈঠকের শেষে জানালেন তাপস রায়।
জেলার
বছরভর কী ঘটল? রাজনীতির মারপ্যাঁচে কার বাজিমাত? সাল শেষের আনন্দে ফিরে দেখা রাজনীতি
আরও দেখুন



















