Mamata Banerjee: 'ভিনরাজ্যের বাসিন্দাদের ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা চলছে', বিস্ফোরক অভিযোগ মমতার
ABP Ananda LIVE : 'নির্বাচন কমিশন আমাদের ২টো চিঠি পাঠিয়েছে'।'ভোটার লিস্টে নাম তোলার জন্য ডিক্লেয়ারেশন ফর্ম করেছে'।'মা-বাবার বার্থ সার্টিফিকেট জমা দিতে বলেছে'।'কমিশনের ফর্মে অনেক গরমিল আছে'।'বাংলাকে টার্গেট করেছে বিজেপি'।'বাংলার পরিযায়ীদের টার্গেট করেছে বিজেপি'।'কমিশন বলতে পারে না, সম্পূর্ণ নতুন ভোটার লিস্ট তৈরি হবে'।'কমিশন সবাইকে ক্রীতদাস ভাবছে'।'নির্বাচিত সরকার কারও ক্রীতদাস নয়'।'কয়েক দিন আগে দলের বুথ এজেন্টদের তথ্য চেয়েছিল'।'আমার দলের বুথ এজেন্টদের তথ্য কেন কমিশনকে দেব?''এটা কি NRC চালুর চেষ্টা? কমিশনের উদ্দেশ্য কী?'ভয়ঙ্কর খেলা চলছে, সরব মমতা বন্দ্যোপাধ্যায়।'ভিনরাজ্যের বাসিন্দাদের ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা'।'NRC-র থেকেও এটা বিপজ্জনক'।'কমিশন ও এজেন্সির মাধ্যমে ভোট দখলের চেষ্টা বিজেপির'।'কটকে বাংলার ১০০ জনকে আটকে রাখা হয়েছে'।'বালেশ্বরেও বাংলার অনেককে আটকে রাখা হয়েছে'।'বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ?''ভোটার লিস্ট থেকে কারও নাম বাদ দিলে, দল রাস্তায় নামবে'।



















