Mamata Banerjee : সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী। অনেক টাকার খেলা হয়েছে বলে বিরোধীদের আক্রমণ।
ABP Ananda LIVE : সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী। অনেক টাকার খেলা হয়েছে বলে বিরোধীদের আক্রমণ। মহিলাদের বললেন, কেউ ডাকলেই চলে যাবেন না। সন্দেশখালিকাণ্ডের বছর শেষে এলাকায় মুখ্যমন্ত্রী। আন্দোলনকে কটাক্ষ। পাল্টা জবাব বিজেপির। মুখ্যমন্ত্রীর সফরের আগে মাস্টারস্ট্রোক। সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখই তৃণমূলে। শেখ শাহজাহানের গড়ে উলটপূরাণ। তৃণমূলের পতাকা ধরলেন আন্দোলনকারী সুজয় মাস্টার। সন্দেশখালি গিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় বামেরা। নরকঙ্কালের দল বলে তীব্র আক্রমণ। অসমে ফের জালে জঙ্গি। কোকড়াঝাড় থেকে গ্রেফতার আনসারুল্লা বাংলা টিমের সদস্য গাজি রহমান। অপারেশন প্রঘাতে এই নিয়ে ১২ জন জঙ্গি গ্রেফতার। বাংলায় একের পর এক জঙ্গি গ্রেফতার। রাজ্যের জমি জটে সীমান্ত সুরক্ষা। সাপ্লাইয়ের করিডরে এজেন্ট তৃণমূল, আক্রমণে শুভেন্দু। আগেও জালিয়াতি, গ্রেফতারের পরে জামিন মুক্তি পেয়েই জাল পাসপোর্টের জাল! বেহালার মনোজ গুপ্তর গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য। নজরদারি নিয়েই প্রশ্ন।