Adhir Ranjan Chowdhury: অধীর রঞ্জন চৌধুরীর প্রাক্তন ব্যক্তিগত সচিবকে গ্রেফতার করল হলদিয়া থানার পুলিশ
ABP Ananda LIVE : অধীর রঞ্জন চৌধুরীর প্রাক্তন ব্যক্তিগত সচিবকে গ্রেফতার করল হলদিয়া থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি আমলা পরিচয়ে সুযোগ সুবিধা নিয়েছেন। গ্রেফতার করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীর প্রাক্তন ব্যক্তিগত সচিবকে। ধৃতের নাম প্রদীপ্ত রাজ পণ্ডিত। অভিযুক্তকে গ্রেফতার করল হলদিয়া সুতাহাটা থানার পুলিশ।
Kolkata News Live Update: যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে TMCP-রই বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ !
যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে TMCP-রই বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ । সরস্বতী পুজোর পরেও উত্তপ্ত যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ । পরিচালন সমিতির বৈঠক ঘিরে উত্তপ্ত যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ ।পরিচালন সমিতির চেয়ারপার্সন মালা রায়কে ঘিরে বিক্ষোভ। তৃণমূল সাংসদের গাড়ি ঘিরে TMCP-রই একাংশের বিক্ষোভ। ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের অভিযোগে TMCP-রই একাংশের বিক্ষোভ! 'কে বহিরাগত, কে ছাত্রছাত্রী আমার পক্ষে বলা সম্ভব নয়।' ভালভাবেই পরিচালন সমিতির বৈঠক হয়েছে: মালা রায়। মালা রায় কলেজ থেকে বেরোতেই বিক্ষোভকারীদের রং! রং মাখিয়ে, জল ছুড়ে TMCP-র বিক্ষোভকারীদের বের করল বহিরাগতরা ! পরে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে ঢুকতে পারলেন TMCP সমর্থকরা। 'TMCP নেতা সাবির আলির অনুগামীরাই বহিরাগত'। সংগঠনের নেতার বিরুদ্ধেই অভিযোগ TMCP-র একাংশের । এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি TMCP নেতা সাবির আলির।


















