Barrackpore News:জামিন মিলতেই নিজেকে নির্দোষ দাবি করলেন D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাস
ABP Ananda LIVE: জামিন মিলতেই CC ক্যামেরার ফুটেজ দেখিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস। উল্টে দাবি করলেন, । বাড়িওয়ালা তাঁর কাছে দেড়লক্ষ টাকা চান। দিতে চাননি বলেই । চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে। জামিনে মুক্ত তৃণমূল নেতার পাল্টা অভিযোগ, কথা কাটাকাটির সময় বাড়িওয়ালা বিশ্বজিৎ দত্তই তাঁকে ধাক্কা মারেন। বাধা দেন অনির্বাণের নিরাপত্তা রক্ষী। ঘর ছাড়তে বলায় অনির্বাণই ৩ লক্ষ টাকা চেয়েছিলেন। পাল্ট অভিযোগ তুলেছেন বাড়িওয়ালা বিশ্বজিৎ দত্ত। বাড়িওয়ালাকে হুমকির ঘটনায় মধ্যমগ্রাম থানার পুলিশ কেস ডায়েরি জমা না দেওয়ায় এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে না পারায় জামিনে মুক্তি পান D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার।

















