DA Case LIVE : তৃণমূলের শহিদ দিবসের দিনই, DA-র দাবিতে নবান্ন অভিযানের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের
ABP Ananda LIVE: বকেয়া ২৫ শতাংশ DA-মামলায় ফের সুপ্রিম কোর্টে রাজ্য। কর্মীদের বকেয়া ২৫% DA দিতে আরও ৬ মাস চায় রাজ্য। সরাসরি কর্মীদের অ্যাকাউন্টে নয়, টাকা কোর্টেই রাখতে চায় রাজ্য। সুপ্রিম কোর্টেই বকেয়া ২৫ শতাংশ DA-র টাকা রাখতে চায় রাজ্য। বকেয়া DA নিয়ে আরও ৬ মাস সময় চায় রাজ্য। প্রতিবাদে তৃণমূলের শহিদ দিবসের দিনই আন্দোলনে সংগ্রামী যৌথ মঞ্চ। ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক।
West Bengal News Live: কসবাকাণ্ডে সিপির পর এবার মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের
কসবাকাণ্ডে সিপির পর এবার মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। 'অবিলম্বে নির্যাতিতার পূর্ণাঙ্গ মেডিক্যাল টেস্ট করাতে হবে'। 'নির্যাতিতার মেডিক্যাল টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে'। '৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে জাতীয় মহিলা কমিশনে'। 'নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে', সিপিকে লেখা চিঠিতে বলল জাতীয় মহিলা কমিশন। কসবাকাণ্ডে গতকালই স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন। গতকালই কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠায় কমিশন।


















