![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ek Jhalake: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জুতো মারার দাওয়াই দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায়। Bangla News
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জুতো মারার দাওয়াই দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায়। কোচবিহারের মেখলিগঞ্জের এক সভায় তিনি বলেন, পরেশ অধিকারীকে যেখানেই দেখবেন জুতো দিয়ে মারবেন। এটাই বিজেপির রুচির পরিচয়। কটাক্ষ কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের। পরেশকে জুতো মারার দাওয়াই। তৃণমূলের পার্টি অফিসের সামনে বোমাবাজি! রুখে দাঁড়ানোয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ! উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার পূজালি থানার রাজীবপুর পঞ্চায়েত এলাকা। অভিযুক্তর রাজনৈতিক পরিচয় নিয়ে মুখে কুলুপ গ্রামবাসীদের। ঘটনার তদন্তে পূজালি থানার পুলিশ।তিন মাস পরও খালি ইসলামপুর পুরসভায় ভাইস চেয়ারম্যানের পদ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, গোষ্ঠীকোন্দলের জেরেই ভাইস চেয়ারম্যান নিয়োগ করতে পারেনি তৃণমূল পরিচালিত ইসলামপুর পুরসভা। যদিও চেয়ারম্যানের দাবি, যাঁকে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ।
![Kolkata News :'গাড়িকে দাঁড় করিয়ে বাইকের থেকে টাকা তোলে পুলিশ', তেলেঙ্গাবাগানকাণ্ডে ক্ষোভপ্রকাশ জনতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/31/e2f56dbfdaf670026df5deaa2e6b844b1735637551379535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Suvendu Adhikari meeting : 'বিরোধী দলনেতার সভা করার অধিকার কেড়ে নিচ্ছে পুলিশ ',বললেন শমীক ভট্টাচার্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/31/6e3a17a31915c36543d682e9cd267bbf1735636946580535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : প্রশাসনের কথায় বুড়ো আঙুল, সন্দেশখালিতে শুভেন্দুর সভায় কর্মীসমর্থকদের ভিড়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/31/482270e43914b387e1cc413ae5d4cd171735636465858535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari:সম্মতিপত্র সময়মতো দেওয়া হয়নি, শুভেন্দুর সভায় 'না'। নিজ সিদ্ধান্তে অনড় বিরোধী দলনেতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/31/a685c288db1e0abfbd46032b74152dd71735635918721535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh News: STF -এর অভিযান, গ্রেফতার শাদ রাডির দুই আত্মীয়, জেরায় মিলবে নতুন তথ্য?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/31/ddc1741f252e38d8ced26c904f371dc61735634665506967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)