Dengue Update: আসছে শীতকাল তা সত্ত্বেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, কী বলছেন চিকিৎসকরা ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আসছে শীতকাল। তা সত্ত্বেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ২৩ হাজার। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকরা।
আরও খবর..
ভর সন্ধেয় বেলঘরিয়ার ফিডার রোডে 'গুলি'। ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীদের গুলি, অভিযোগ স্থানীয়দের। 'ছিনতাই করে পালানোর সময় বাইক আরোহী দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন স্থানীয়রা'। 'এক দুষ্কৃতীকে ধরে ফেললে, আরেক দুষ্কৃতী ২ রাউন্ড গুলি চালায়'। গুলি চালিয়ে বাইকে করে খড়দার দিকে চম্পট ২ দুষ্কৃতীর, দাবি স্থানীয়দের। ফিডার রোডের মতো জনবহুল এলাকায় 'গুলি', আতঙ্কে এলাকাবাসী।
একদিন পরেই রাজ্যে ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে খাস কলকাতায় অস্ত্রভাণ্ডারের হদিশ! অস্ত্রপাচার চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের টাস্ক ফোর্স। শিয়ালদা স্টেশনের কাছেই মিলল অস্ত্রভাণ্ডারের হদিশ। অস্ত্র পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের STF. উদ্ধার হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি। গত শনিবার সন্ধে সাড়ে ৭টা। জমজমাট বৈঠকখানা বাজার। তারইমধ্যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্য়ক্তির হাত চেপে ধরে সাদা পোশাকে থাকা কয়েকজন পুলিশকর্মী। ব্যাগে কী আছে তা জানতে চেয়ে, ব্যাগ খুলতে বলা হয়। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে একের পর আগ্নেয়াস্ত্র, কার্তুজ।