Dholahat Incident: পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, হাইকোর্টের নির্দেশে ফের ময়না তদন্ত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, হাইকোর্টের নির্দেশে ফের ময়নাতদন্ত। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য ঢোলাঘাট থেকে মৃতদেহ এল এসএসকেএমে। ঢোলাহাটে যুবকের মৃত্যু, ফের ময়নাতদন্তের নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। চুরির অভিযোগে গ্রেফতার, জামিন পাওয়ার পরেই যুবকের মৃত্যু। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ । ফরেন্সিক পরীক্ষার জন্য ভিসেরা হায়দরাবাদে পাঠানোর নির্দেশ হাইকোর্টের । নিরপেক্ষ তদন্ত এবং বিচারের স্বার্থে সব তথ্য প্রমাণ সংগ্রহের নির্দেশ। সাক্ষীদের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এসপিকে নির্দেশ। ঢোলাহাট থানার IC মানস চট্টোপাধ্যায়কে তদন্তের অংশ করা যাবে না: হাইকোর্ট। এসএসকেএমে দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে আবু সিদ্দিক হালদারের। '২ জুলাই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পরে ৪ তারিখ গ্রেফতারি দেখানো হয়'। 'জামিন নিশ্চিত করতে পুলিশকে দিতে হয়েছিল ১ লক্ষ ৭৫ হাজার টাকা'। পুলিশের মারে জামিনের পরেই যুবকের মৃত্যুর অভিযোগ পরিবারের । 'মৃতের পরিবারের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে FIR দায়ের'। ক্লোজ করা হয়েছে SI রাজদীপ সরকারকে, চলছে বিরুদ্ধে বিভাগীয় তদন্ত'। সব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস সুন্দরবন পুলিশ জেলার ।