Dinhata News: তৃণমূলের শাসানির পর দিনহাটা হাসপাতালের দুই ডাক্তারকে শোকজ সুপারের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সুপারের ঘরে ঢুকে তৃণমূল নেতাদের হুঁশিয়ারির পরেই কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালের দুই চিকিৎসককে শোকজ করল হাসপাতাল কর্তৃপক্ষ। তৃণমূলের একাংশের দাবি, হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার হাল দেখতে গিয়ে রোগী-হয়রানির অভিযোগ সামনে আসে। দেরিতে ডাক্তারদের আউটডোরে আসা, ঠিকঠাক পরিষেবা না দেওয়ার ছবি ধরা পড়ে। তৃণমূল নেতাদের সুপারের ঘরে ঢুকে ডাক্তারদের হুঁশিয়ারি দিতে দেখা যায়। এরপরই অস্থিরোগ বিশেষজ্ঞ দেবজিৎ ভৌমিক ও জেনারেল ফিজিসিয়ান মহম্মদ লতিফুল শেখকে শোকজ করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডলের দাবি, অভিযোগ পেয়ে ওই দুই চিকিৎসককে শোকজ করা হয়েছে।
আরও খবর..
লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের উপর বক্তব্য রাখতে, নরওয়েতে আমন্ত্রণ জানানো হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভারতের নরওয়ে দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জের লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়ন শাখার তরফে একটি এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। ১৭ থেকে ২২ নভেম্বর, ওসলোতে এই অনুষ্ঠান হবে। সেখানেই আমন্ত্রণ জানানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নরওয়ে দূতাবাসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে বলা হয়েছে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়ে মত বিনিময়ের জন্য, ভারতীয় সাংসদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে আমন্ত্রিতরা নরওয়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, তাঁদের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের সঙ্গে মত বিনিময় করবেন।