Dumdum News: দমদমের মাঠকলের কাছে পানশালায় গুলি, গুলিবিদ্ধ পানশালার ম্যানেজার
ABP Ananda LIVE: দমদমে পানশালার বাইরে চলল গুলি । দমদমের মাঠকলের কাছে পানশালায় গুলি । গুলিবিদ্ধ পানশালার ম্যানেজার । শ্যুটআউটকাণ্ডে ১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ । পুলিশ সূত্রে খবর, পানশালায় মদ্যপান করা নিয়ে দুই যুবকের বচসা হয় । এক যুবককে লক্ষ্য করে গুলি চালালে, লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে পানশালার ম্যানেজারের পেটে । আশঙ্কাজনক অবস্থায় ওই ম্যানেজারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
আরও খবর...
২ দিনে পড়ল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অনশন। যোগ্যদের সার্টিফায়েড তালিকা, OMR শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে এখনও অনড় তাঁরা। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে সল্টলেক সেন্ট্রাল পার্কে বৃহস্পতিবার রাত ১টা থেকে আমরণ অনশন শুরু। এই অনশন শুরু করেছেন ১০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা। সেন্ট্রাল পার্কে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ধর্নাও চলছে।
২০০টি ফাইটার জেট নিয়ে ইরানের উপর হামলা চালাল ইজরায়েল । ইজরায়েলের হামলায় ইরানের মোট ১০৪ জনের মৃত্যু, আহত ৩৭৬ জনপাল্টা ড্রোন হামলা ইরানের, তেল আভিভে পরপর বিস্ফোরণ । ইজরায়েলের উপর ১৫০ ড্রোন হামলা ইরানের । ইরানের হামলায় ইজরায়েলের ২ বাসিন্দার মৃত্যু, আহতের সংখ্যা ৮৩ । ইজরায়েল-ইরান সংঘর্ষে চাপ বাড়ছে নয়াদিল্লির উপর । পহেলগাঁওয়ের পর আগাগোড়া ভারতের পাশে ছিল ইজরায়েল । অন্যদিকে ভারতের তেলের চাহিদার বড় অংশ মেটায় ইরান । ২ দেশের সংঘর্ষের ফলে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম ।



















