TET News:'২০২৩ এ রেজাল্ট পেয়েছি হাতে কিন্তু এত বছর হয়ে গেল কোনও নিয়োগ পায়নি,' জানালেন টেট উত্তীর্ণরা
ABP Ananda LIVE :বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় কাটল তাল, সভা চলাকালীন নিয়োগের দাবি জানিয়ে প্ল্যাকার্ড। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই প্ল্যাকার্ড তুলে ধরলেন কয়েকজন চাকরিপ্রার্থী। প্ল্যাকার্ড দেখাতেই বিরক্ত মুখ্যমন্ত্রী, থামিয়ে দিলেন বক্তৃতা। এদিন বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ছিল। পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন এবং বেশ কিছু পরিষেবাও প্রদান করেন। মুখ্যমন্ত্রী বক্তব্য শুরুর পর মাঝপথে হঠাৎ প্ল্যাকার্ড তুলে ধরেন কিছু মহিলা। 'প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে কিছু বার্তা দিন। প্রাথমিকের নতুন নিয়োগে মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই', এমনই দাবি লেখা ছিল প্ল্যাকার্ডে। জানা গিয়েছে, এঁরা ২০২২ এর টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঁদের বলা হয়েছিল ৫০ হাজার শূন্যপদ আছে। সেখানে নিয়োগ হবে। কিন্তু তা হয়নি। এদিকে, মুখ্যমন্ত্রী ফেরার পর চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা পুলিশকর্তার। বিক্ষোভকারীদের দাবিদাওয়া শুনলেন পুলিশকর্তা, নিলেন দাবিপত্র।



















