Passport Scam: জাল পাসপোর্ট চক্রে রাশি রাশি ভুয়ো আধার কার্ড, সঙ্গে প্রচুর ভোটার কার্ডেরও হদিশ
ABP Ananda Live: জাল পাসপোর্ট চক্রে রাশি রাশি ভুয়ো আধার কার্ড। অভিযুক্ত সমরেশ বিশ্বাসকে জেরা করে কলকাতা পুলিশের অভিযান। কলকাতা পুলিশের অভিযানে প্রচুর ভুয়ো আধার কার্ডের হদিশ। রাশি রাশি ভুয়ো আধার কার্ডের সঙ্গে প্রচুর ভোটার কার্ডেরও হদিশ। একাধিক নাম-ঠিকানার তালিকা, তা দিয়েই হাজার হাজার ভুয়ো কার্ড? কাদের হাতে পৌঁছে গিয়েছে ভুয়ো পরিচয়পত্রে তৈরি 'আসল' পাসপোর্ট? কলকাতা, উত্তর ২৪ পরগনা ছাড়াও আর কোথায় ছড়িয়ে চক্রের জাল? জাল পাসপোর্ট চক্রের কিংপিন সমরেশের বারাসাতের বাড়িতে তল্লাশি।
মুর্শিদাবাদের পর ক্যানিং, রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেফতার। দিল্লি থেকে বিমানে ক্যানিং এসে পাকড়াও কাশ্মীরি জঙ্গি জাভেদ। বেঙ্গল STF-এর সঙ্গে কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার। নদীপথেই বাংলাদেশে পালানোর ছক কষেছিল কাশ্মীরি জঙ্গি, সন্দেহ গোয়েন্দাদের।


















