Fire News: মগরাহাট স্টেশনের প্ল্যাটফর্মে ৩ নম্বর প্ল্যাটফর্মে মোবাইলের দোকানে আগুন
ABP Ananda Live: মগরাহাট স্টেশনের প্ল্যাটফর্মে বিধ্বংসী আগুন । ৩ নম্বর প্ল্যাটফর্মে মোবাইলের দোকানে আগুন । আগুন ছড়িয়ে পড়ল প্ল্যাটফর্মের আশপাশের দোকানে । ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল বন্ধ ।
দেবাংশুর উল্টো সুর সৌগত রায়ের। মূলত এদিন কেলগ-কাণ্ডে তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর তোপের মুখে দলের একাংশ। তিনি এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে। বড় পদ পেয়েছেন। তাহলে দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ এঁটেছেন কেন? ' বড় প্রশ্ন দেবাংশুর। এর পরেই সৌগত রায় বলেন, 'আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত।'
'মমতার বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে আহত, আগেও বিবৃতি দিয়েছি। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্ষতি হবে না। ১০ জন এসএফআই, ৫ জন বিজেপি অক্সফোর্ডের ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে। আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত', দেবাংশুর উল্টো সুর সৌগত রায়ের। 'মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান না, নির্দেশ দিলে একদিনের নোটিসে বিক্ষোভ হত। ১০টি ছেলে কী করেছে তার কোনও গুরুত্ব নেই', প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের।






















