Firhad Hakim: বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে মৃত্যুমিছিল, 'বাম আমলে তৈরি' ,দায় চাপালেন ফিরহাদ
Garden reach building collapse: বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে (Garden Reach)মৃত্যুমিছিল । গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত বেড়ে ৭। ১৬ ঘণ্টা পার, এখনও ধ্বংসস্তূপের নীচে ৪-৫জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতাল-নার্সিংহোমে ১২জন । গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতলের (Garden reach building collapse) প্রোমোটার গ্রেফতার । দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর । বেআইনি নির্মাণ, মেয়রের পরে মানলেন মুখ্যমন্ত্রীও(Mamata banerjee)। পুকুর বুঝিয়ে ৪ ফুটের রাস্তায় কীভাবে ৫ তলা বাড়ি? বেআইনি নির্মাণে মরণফাঁদ, কিছুই জানত না পুরসভা! পুরমন্ত্রীর বিধানসভা এলাকাতেই মৃত্যুফাঁদ। বেআইনি নির্মাণে মরণফাঁদ, কিছুই জানতেন না কাউন্সিলর? কাউন্সিলরকে আড়াল করে প্রশাসনের ঘাড়ে দায় চাপালেন মেয়র । 'বাম আমল থেকেই বেআইনি নির্মাণ রীতি হয়ে দাঁড়িয়েছে'। প্রায় ১৪ বছর পরেও বাম-আমলেকেই নিশানা ফিরহাদের । তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের গ্রেফতারির দাবি শুভেন্দুর । রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ান, বিরোধীদের বার্তা অভিষেকের(Abhishek Banerjee) । তৃণমূল জমানায় কলকাতায় ৫ হাজারের বেশি জলাভূমি ভরাট: শুভেন্দু । ইডি-সিবিআই তদন্তের দাবি বিজেপি নেতা রাকেশ সিংহর। তৃণমূল জমানাতেই স্বচ্ছতা, পাল্টা দাবি তৃণমূলের অরূপ চক্রবর্তীর (Arup Chakraborty) ।