এক্সপ্লোর
Terrorist Attack: রক্তাক্ত উপত্যকা, জঙ্গি হামলায় শহিদ পাঁচ জওয়ান, গুরুতর আহত আরও এক | ABP Ananda LIVE
ফের রক্তাক্ত উপত্যকা। জঙ্গি হামলায় শহিদ পাঁচ জওয়ান। গুরুতর আহত আরও এক। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরি সেক্টরের পুঞ্চে (Poonch) সেনার একটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। NIA-কে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া গিয়েছে, তা চিনে তৈরি বলে দাবি সেনার। ড্রোন উড়িয়ে, স্নিফার ডগ এনে, ঘটনাস্থল ঘিরে ফেলে চলছে তল্লাশি।
জেলার
আইপ্য়াককাণ্ডের প্রতিবাদে ধর্নায় বসতে বিজেপিকে বিকল্প জায়গার প্রস্তাব হাইকোর্টের
আরও দেখুন




















