Gariahat News: গড়িয়াহাট ITI কলেজেও মনোজিৎ মডেল! কলেজে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
ABP Ananda LIVE: গড়িয়াহাট ITI কলেজেও মনোজিৎ মডেল! কলেজে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। 'গড়িয়াহাট ITI কলেজে মনোজিৎ ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরীর দাপট। কলেজে অসামাজিক কাজে যুক্ত মনোজিৎ ঘনিষ্ঠ প্রাক্তনী সঞ্জয় চৌধুরী', অভিযোগ স্থানীয়দের। 'রাত ১২টার পরেও কলেজ খোলা থাকে। মধ্যরাতে ক্যাম্পাসে মদ্যপান, ভোজপুরী গান চালিয়ে জন্মদিন পালন। ক্যাম্পাসে যখন তখন মেয়েদের ডেকে পাঠানো হয়', অভিযোগ স্থানীয়দের।
পাকিস্তান-যোগের অভিযোগ, বেঙ্গল STF-এর জালে ২। মেমারিতে রাজ্য পুলিশের STF-র হাতে ধৃত ২। বাংলায় বসে পাকিস্তানে তথ্যপাচার? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ধৃত রাকেশ কুমার গুপ্ত কলকাতার বাসিন্দা, কর্মসূত্রে মেমারিতে থাকতেন। আরেক ধৃত মুকেশ রজক কাঁকসার বাসিন্দা। 'পশ্চিমবঙ্গের মোবাইল নম্বর দিয়ে পাকিস্তানে বসে হোয়াটসঅ্যাপ ব্যবহার। ধৃতদের সঙ্গে পাকিস্তানের বেশ কয়েকজনের যোগাযোগ',বাংলায় বসে পাকিস্তানে তথ্যপাচার? খতিয়ে দেখছে STF.



















