Gosaba Tiger: নদীর চর ধরে বাঘের পায়ের ছাপ! আতঙ্কের প্রহর গুনছেন চরঘেরি গ্রামের বাসিন্দারা | Bangla News
গোসাবার কুমিরমারিতে ঘুমপাড়ানি গুলিতে বাঘিনী কাবু হলেও, বন দফতরের কর্মীদের সঙ্গে লুকোচুরি খেলছে মিত্রবাড়ি গ্রামের বাঘ। সকালে চার নম্বর মিত্রবাড়ি গ্রাম থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে চরঘেরি গ্রামে নতুন করে মিলল বাঘের পায়ের ছাপ। জাল গিয়ে জঙ্গল ঘেরা হলেও, তিনদিন পর এখনও অধরা রয়্যাল বেঙ্গল। উল্টে গতকাল বাঘের হানায় আহত হন এক বনরক্ষী। আজ সকালে চরঘেরি গ্রামে নতুন করে বাঘের পায়ের ছাপ মেলায়, অবস্থান চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে বন দফতর। অন্যদিকে, গতকাল কুমিরমারিতে উদ্ধার হওয়া বাঘিনী এখন সুস্থ। তাকে সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অ্ঘেআজ সকালে চরঘেরি গ্রামে নদীর চর ধরে দেখা গিয়েছে বাঘের পায়ের ছাপ।
![WB Assembly News: বাংলায় সরস্বতী পুজো প্রসঙ্গে বিজপিকে তোপ মুখ্যমন্ত্রীর | ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/b4edcb160f5f641cad6a2aa1488e65321739892981823968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Mamata Banerjee: বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি, স্পিকারকে বলব আমাকে প্রমাণ দিতে হবে:মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/4037a7e22e9cd35e3e647b7764c141481739892432311968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Patna News: পাটনার কাঁকরবাগ এলাকায় চলল গুলি । চার দুষ্কৃতী এক বাড়ির বাইরে গুলি চালায় বলে অভিযোগ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/6a0b617024daa63fdd3d17cf4f7417551739891609738968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : আনসারুল্লা বাংলার জঙ্গি নেতা হরিহরপাড়ায়, জানতে পারল না পুলিশ: শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/bff5cd4f1046aeceb7bf1d33c9e380211739891210626968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: বড়তলা থানা এলাকায় ফুটপাথবাসী ৭ মাসের শিশুকে নির্যাতনের চেষ্টা, ফাঁসির সাজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/f7953449dcc361254e6e1659b07aeb6b1739890905835968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)