এক্সপ্লোর
Digha Jagannath Temple: এগিয়ে আসছে উদ্বোধনের দিন, কীভাবে সেজে উঠছে দিঘার জগন্নাথ ধাম?
Digha Jagannath Temple :বেলে পাথরের দেওয়ালে কোন শিল্পকলা থাকছে? অযোধ্য়ার রাম মন্দিরের সঙ্গেই বা এই মন্দিরের মিলটা কোথায়? চলুন দেখে নেওয়া যাক।
এগিয়ে আসছে উদ্বোধনের দিন, কত দূর এগোল দিঘার জগন্নাথ মন্দিরের প্রস্তুতি ?
1/10

অক্ষয় তৃতীয়ার দিন, উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। জোরকদমে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। নীল সমুদ্র আর সোনালি বালির তটে, এবার এক নতুন আকর্ষণ। আমাদের রাজ্য়ের দিঘায়, সারা দেশের পুণ্য়ার্থী এবং পর্যটকদের স্বাগত জানাতে তৈরি, জগন্নাথদেবের মন্দির।
2/10

একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। সেই স্থাপত্য়, সেই উচ্চতা। মুখ্য়মন্ত্রী ঘোষণা করেছেন, মন্দিরের উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ায়। তার আগে কীভাবে সেজে উঠছে দিঘার জগন্নাথ ধাম?
Published at : 01 Mar 2025 07:05 AM (IST)
আরও দেখুন






















