Jadavpur University Chaos: রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত শিক্ষামন্ত্রী, SSKM-এ চিকিৎসা
ABP Ananda Live: তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বৈঠক চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় SFI। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ভাঙল মন্ত্রীর গাড়ির কাচ, লুকিং গ্লাস। বনেটে ছোড়া হয় জুতো। রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হন শিক্ষামন্ত্রী। SSKM-এ চিকিৎসা করা হয়।
যাদবপুরে ধুন্ধুমার। বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত বামপন্থী পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দিলেন পড়ুয়ারা। চালানো হল ভাঙচুর। দেওয়া হল গো ব্যাক স্লোগান। গণ্ডগোলের মাঝে ঝড়ল রক্তও। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবার এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিন ব্রাত্য বসু বলেন, "আমার গাড়ি ভেঙেছে। আমার নিরাপত্তারক্ষীকে মারা হয়েছে। বারবার উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকতে আমি ডাকতে চাইনি।''



















