Jagdeep Dhankar News: উপরাষ্ট্রপতির পদ থেকে ধনকড়ের হঠাৎ ইস্তফায় তরজা তুঙ্গে | ABP Ananda Live
ABP Ananda Live: উপরাষ্ট্রপতির পদ থেকে ধনকড়ের হঠাৎ ইস্তফায় তরজা তুঙ্গে। হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে, দাবি কল্যাণের। মুখ্যমন্ত্রীর ধমকে কল্যাণের অবস্থান বদল, পাল্টা শমীক।
দুধসাদা রংয়ের বাড়ি। দেওয়াল থেকে মূল ফটক, সর্বত্র আভিজাত্যের ছোঁয়া। আর তার সামনে সারি দিয়ে দাঁড়িয়ে একাধিক বিদেশি গাড়ি। কূটনীতিকদের জন্য বরাদ্দ বিশেষ নম্বর প্লেট বসানো প্রত্যেকটি গাড়িতেই। ভিতরের সাজসজ্জাও চমকপ্রদ। ঝাঁ চকচকে দফতর, তাবড় রাষ্ট্রনেতাদের ছবি, বিদেশি মুদ্রা দেখে সত্যি সত্যিই অন্য দেশের দূতাবাস মনে করেছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত পর্দাফাঁস হতে দেখা গেল, ভুয়ো দূতাবাস খুলে প্রতারণা চক্র চালাচ্ছিলেন এক ব্যক্তি। (Fake Embassy of West Arctica)
দিল্লির একেবারে কাছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এই প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (STF). আন্টার্কটিকার ‘মাইক্রোনেশন’ ওয়েস্ট আর্কটিকার নামে ওই ভুয়ো দূতাবাস খুলে বসেছিলেন হর্ষবর্ধন জৈন নামের এক ব্যবসায়ী। বিলাসবহুল দোতলা বাড়িটি ভাড়া নিয়েছিলেন তিনি। রাষ্ট্রনেতাদের সঙ্গে যে ছবি ঝোলানো ছিল ভিতরে, সব ভুয়ো, তৈরি করা। ভুয়ো দূতাবাস খুলে আসলে ছেলেমেয়েদের সঙ্গে প্রতারণা করতেন। বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলতেন হর্ষবর্ধন। পাশাপাশি, আর্থিক তছরুপেও যুক্ত ছিলেন। (Uttar Pradesh News)



















