Jukti Takko: 'অর্জুন সিং বারবার দলবদল করেছে কার নির্দেশে?' প্রশ্ন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের
ABP Ananda Live: 'অর্জুন সিং বারবার দলবদল করেছে কার নির্দেশে? ২৬-এ বাংলায় ৩০ টির বেশি আসন পাবে না বিজেপি। RSS এখন কোমর বেঁধে মাঠে নেমেছে। বিজেপির পক্ষে বাংলায় ক্ষমতা দখল সম্ভব নয়, বুঝেছে RSS। জার্মানির হলোকাস্টের উদাহরণ টেনে এদেশেও সেই ব্যবস্থা চেয়েছিলেন গোলওয়ালকর। এই ফ্যাসিস্টদের ধ্বংস করা আমাদের কর্তব্য। গোটা ভারতকে দখল করতে চাইছে বিজেপি। বাংলাকে বাঁচাতে এদেরকে আটকাতেই হবে। হিংসা নয় ভালবাসা দিয়ে এদের রুখব। কোনও মুসলমানকে ছোঁয়ার কথা ভাবলেও রুখে দাঁড়াব।', মন্তব্য অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের।
বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টা, ১৩ জন তৃণমূল নেতা-কর্মীর সাজা ঘোষণা
বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টা, ১৩ জন তৃণমূল নেতা-কর্মীর সাজা ঘোষণা। ১৩ জনের কারাদণ্ডের নির্দেশ আদালতের। বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি গুপ্ত তা-র ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ। বাকি ১২ জনের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ। জামিনের আবেদন জানাবে কাকলির গুপ্ত তা-র আইনজীবী। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর রায়ানের তৃণমূল নেতা জীবনকৃষ্ণ পালের বাবার ওপর হামলার ঘটনা ঘটে। গ্রেফতার করা হয় তৃণমূলের বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি তা গুপ্ত-কে। গ্রেফতার করা হয় বর্ধমান ১-এর যুব তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্যক।

















