Kalyan:'শুভেন্দু অধিকারীর একটা ধান্দা আছে, হিন্দু-মুসলমানে লাগিয়ে দাও, লোক মারা যাক',কটাক্ষ কল্যাণের
ABP Ananda LIVE : হিন্দুদের পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলে, গতকাল খেজুরি বন্ধ-এর ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়েই তিনি বললেন, খেজুরিতে হিন্দুরা পঁচাশি শতাংশ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ্য়মন্ত্রী হওয়া লক্ষ্য়ে হিন্দু মুসলমানের রাজনীতি করার অভিযোগে সরব হয়েছেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলছেন, শুভেন্দু অধিকারীর একটা ধান্দা আছে। ধান্দাটা হচ্ছে, হিন্দু-মুসলমানে লাগিয়ে দাও। দুই লাখ, আড়াই লাখ লোক মারা যাক। ডেডবডির ওপর দিয়ে, হাঁটতে হাঁটতে গিয়ে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে।
সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে তৃণমূল-বিজেপি উভয়কে আক্রমণ করেছে সিপিএম।
ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে খুনের ঘটনায়, এক তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ। যাকে খুনের পর ঘটনাস্থলে সওকত মোল্লার পিছনে দেখা গিয়েছিল! এবার ওই খুনে জড়িত থাকার অভিযোগে আরেক তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। যিনি গত বছর লোকসভা ভোটের পর, সওকত মোল্লার হাত ধরেই তৃণমূলে যোগ দিয়েছিলেন! অথচ বারবার খুনের ঘটনার সঙ্গে দলের দূরত্ব বজায় রাখার চেষ্টা চালিয়ে গেছেন সওকত মোল্লা। খুনে ধৃত মোফাজ্জল মোল্লাকে প্রথমে সওকত বলেছিলেন, ও দলের কেউ নয়। যা নিয়ে তীব্র আপত্তি জানায় পরিবার। অবশেষে আজ সওকত বললেন, মোফাজ্জল নেতা নয়, ও দলের কর্মী!



















