Kolkata Businessman Death : মাথার পিছনে আঘাতের চিহ্ন, ইমারতী ব্যবসায়ীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
মানিকতলার মুরারিপুকুরে ইমারতী ব্যবসায়ীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বাড়ির কাছে একটি বন্ধ বরফকলে গুরুতর আহত অবস্থায় তাঁকে পাওয়া যায়। প্রতিবেশীরা ১০০ ডায়ালে ফোন করলে মানিকতলা থানার পুলিশ এসে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর মাথার পিছনে আঘাতের চিহ্ন মিলেছে। স্বামীকে খুনের অভিযোগ করেছেন ব্যবসায়ীর স্ত্রী। প্রতিবেশীর দাবি, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি বাঁচাও, বাঁচাও বলে চিত্কার করছিলেন। তা শুনেই তাঁরা পুলিশে খবর দেন। কীভাবে আঘাত লাগল? মৃত্যুর কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। ইমারতি দ্রব্য সরবরাহকারী ওই ব্যবসায়ীকে কি সিন্ডিকেট বিবাদের জেরে খুন করা হয়েছে? উঠছে প্রশ্ন।


















