Durga Puja Theme: RG Kar আন্দোলনের অনুপ্রেরণা, পুজোর মণ্ডপে থিম 'শিরদাঁড়া'। ABP Ananda Live
লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসদের শিরদাঁড়ার জোর খুলে দিয়েছিল পুলিশের লৌহকপাট। এবার সেই শিরদাঁড়া প্রাণের উৎসবেও। কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি
সঙ্ঘ ও বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্স সার্কলের পুজোয় মণ্ডপে শিরদাঁড়ার নজরকাড়া ইন্সটলেশন।
জুনিয়র চিকিৎসদের শিরদাঁড়ার জোরে পুলিশের লৌহকপাট খুলে যাওয়ার এ ছবি নতুন ইতিহাস গড়েছে। সেই দেখে শিরদাঁড়ায় জোর পেয়েছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। প্রতীকী শিরদাঁড়া হাতে আন্দোলনে নেমেছেন তাঁরাও। কখনও বর্তমান, কখনও অতীত...সময়ের কথাই তো প্রতিফলিত হয় পুজোর থিমেও। তাই এবার প্রাণের উৎসবজুড়েও এবার সেই শিরদাঁড়া। লালবাজার থেকে কলকাতা পুরসভার আন্দোলনে যে প্রতীকী শিরদাঁড়া দেখা গেছিল, তারই ছোঁয়া কেষ্টপুর থেকে বেলেঘাটার পুজোর থিমে।
![Arms Recovery: কার্তুজ-কাণ্ডে ধৃত নদিয়ার শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্ত, কী বললেন অভিযুক্তর স্ত্রী ? | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/305cfaafb67c748d3c56acf4b55e17e41739705934458894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Mamata Banerjee: 'দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক',পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/327cdf347c924c30c9d26015b04094b51739704301642894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : নিজের বাড়িতে বসেই বারুদের চক্র চালাত হাজি রশিদ মোল্লা ? কার্তুজকাণ্ডে তদন্তে STF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/defd4daf86941af4981ebbe489531b051739699967550535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : ফারুককে অস্ত্রের যোগান দিত কে ? কার্তুজকাণ্ডে ধৃতের রিপোর্টে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/e4836b9e135ed639c111f9afe78b462d1739699176281535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kultali Arms Recovered : ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার। জীবনতলার পর এবার কুলতলির দেউলবাড়ি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/4a0b244a1d2d329e4c9e3425b40b1f311739696935206535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)