Acropolis Mall Fire: অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ABP Ananda LIVE: ৪ দিনের মাথায় ফের অগ্নিকাণ্ড কলকাতায় (Kasba Acropolis Fire Break Out)। কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন। অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলে আগুন। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা বিল্ডিং। ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন। অক্সিজেন মাস্ক পরে ভিতরে ছুটলেন দমকল কর্মীরা। ভিতরে থাকা সবাইকে বের করে নেওয়া হয়েছে বলে খবর।
বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত নয়'। লোকসভা ভোটে (Loksabha election) সাফল্যের পরেই শিল্পপতিদের বার্তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) 'রাজ্যে আছে শিল্প বান্ধব পরিবেশ, কিছুই বাধা হবে না'।'কেউ গোলমাল করে অশান্তি করার চেষ্টা করলে ছাড় নয়'। নবান্নে বণিকসভার সদস্যদের সঙ্গে বৈঠকে আশ্বাস মুখ্যমন্ত্রীর -- ।'আমরা অন্য রাজ্যের মতো ভয় দেখাই না'। 'রাজ্যের উন্নয়ন-বিরোধীদের ভয়ে গুটিয়ে যাবেন না'। নাম না করে কেন্দ্রকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়: সূত্র। 'শিল্পে সমস্যা হবে না জমি, চাইলেই পাওয়া যাবে, আছে ল্যান্ড ব্যাঙ্ক'। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে গুরুত্ব দিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর । ২০২৪-র বদলে পরবর্তী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হবে ২০২৫-এ। 'ভোটের জন্য ৩ মাস নষ্ট হওয়ায় এবছর আর বাণিজ্য সম্মেলন নয়'। শিল্প বৈঠকে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের: সূত্র
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)