এক্সপ্লোর
Entally : ২১ জুলাইয়ের জন্য ট্যাক্সি চালকদের কাছ থেকে তোলা আদায়ের পাল্টা মারধর ? ধৃত ৫
তৃণমূলের একুশে জুলাইয়ের জন্য ট্যাক্সি চালকদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগের পাল্টা মারধরের অভিযোগ। ঘটনায় দু’ পক্ষের ৫ জনকে গ্রেফতার করল এন্টালি থানার পুলিশ। পুলিশের দাবি, মারামারির ঘটনা ঘটে। তবে কী নিয়ে মারামারি খতিয়ে দেখা হচ্ছে। একুশে জুলাইয়ের জন্য তোলা আদায়ের অভিযোগ ওঠে কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীনকুমার সিং ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। গতকালই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কাউন্সিলর।
জেলার
লাউডন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার DVR বাজেয়াপ্ত করে পাঠানো হল ফরেন্সিকে
আরও দেখুন




















