Kolkata Murder: ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের জন্য ব্যাট ও উইকেট কিনে এনেছিলেন অভিযুক্ত, দাবি পুলিশের
৫০ লক্ষ টাকা ফেরত চাওয়ায়, ভবানীপুরের ব্যবসায়ীকে নিমতায় নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে উইকেট দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিজনেস পার্টনারের বিরুদ্ধে। দেহ বস্তাবন্দি করে ব্যবসায়িক অংশীদার অনির্বাণ গুপ্তর বাড়ির জলের ট্যাঙ্কের নীচে রেখে রাতারাতি পাঁচিল গেঁথে ফেলা হয়। মৃত ব্যবসায়ী বছর চুয়াল্লিশের ভাবিয়া লাখানির ব্যবসায়িক অংশীদারকে গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। আরও একজনকে আটক করা হয়েছে। শোভাবাজার এলাকায় যৌন পল্লির কাছ থেকে গতকাল কাগজে মোড়ানো অবস্থায় উদ্ধার হয় মৃতের মোবাইল ফোন। পুলিশ সূত্রে খবর, সোমবার নিজের পাড়ায় দুটি ব্যাট বিলি করেন ব্যবসায়ীর বিজনেস পার্টনার। তাতেই সন্দেহ গাঢ় হয়। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের দাবি, ব্যবসায়ীকে খুনের জন্য পরিকল্পনামাফিক ব্যাট ও উইকেট কিনে এনেছিলেন অভিযুক্ত। সেই উইকেট দিয়ে পিটিয়েই খুন করা হয়।





ট্রেন্ডিং
সেরা শিরোনাম
