Dengu News: ডেঙ্গু রুখতে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল পুরসভা। ABP Ananda Live
Kolkata Update: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। বর্ষা আসতেই ফের মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু সমস্যা। বহু জায়গায় স্থানীয় বাসিন্দাদের উদাসীনতার জন্য জল জমতে দেখা যাচ্ছে বলে পুরসভা সূত্রে খবর। এখনো পর্যন্ত ১৩৪ জন ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে। দক্ষিণ কলকাতায় ডেঙ্গু আক্রান্তের হার বেশি। ডেঙ্গু রুখতে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে পুরসভা। রাজ্যভাগের বিতর্কে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি সাংসদের। 'আলাদা রাজ্যের দাবি বিভিন্ন পরিস্থিতিতে তৈরি হয়'। 'আলাদা রাজ্য সংবাদমাধ্যমে বলে হবে না'। 'সংসদে যা বলার বলব'। 'নেতা সব সময় জনতার লাইনে থাকে'। 'জনতার যা লাইন, পার্টির লাইনও তাই'। রাজ্যভাগের বিতর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তর। বিজ্ঞাপন দিয়েও মিলছে না সাড়া। চিকিৎসকের সংখ্যা কম থাকায় পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে কল্যাণী AIIMS।
![Mamata Banerjee: 'দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক',পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/327cdf347c924c30c9d26015b04094b51739704301642894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)