Kolkata Metro Railways: কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের পরিষেবা থমকে, কাজ বন্ধের নেপথ্য কী কারণ ?
ABP Ananda LIVE : অরেঞ্জ লাইনের কাজ শেষ হলে, নতুন পালক জুড়বে কলকাতা মেট্রোর মুকুটে। কিন্তু নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দরের মেট্রোর অরেঞ্জ লাইনের পরিষেবা এখনও থমকে। চিংড়িঘাটার কাছে রাস্তা বন্ধ করে মেট্রো পরিষেবার কাজে অনুমতি না মেলায় এগানো যাচ্ছে না। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই মেট্রোরুট বাইপাস থেকে চিংড়িঘাটার মোড় হয়ে সেক্টর ৫-এ । কিন্তু কাজ আটকে রয়েছে চিংড়িঘাটা লাইনে। মেট্রো রেল সূত্রে খবর, এই লাইনে কাজের জন্য় রাস্তা বন্ধ করতে হবে,সেই অনুমতি মেলেনি, সেই কারণে শেষ, করা যাচ্ছে না কাজ। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, চিংড়িঘাটা মোড় এলাকাটি জনবহুল, মেট্রো পরিষেবার কাজ শুরু করলে যান চলাচল বন্ধ করতে হবে। ওই অঞ্চলের যান চলাচল বন্ধ তাকলে তার প্রভাব পড়বে বিস্তির্ণ এলাকায়।

















